সমপদী ছন্দের তাল অক্ষরগুলির সংখ্যা ও সাধারণত তিনটি দশমিকের পয়েন্ট দিয়ে প্রকাশ করা হয়। সমপদী ছন্দ বা মাত্রার তাল পরিধানকারী অক্ষর সংখ্যা উদাহরণস্বরূপ আমাদের ১-১-২ হতে পারে। এখানে প্রথম দশমিক ১ হলে মাত্রা একটি, দ্বিতীয় দশমিক ১ হলে একটি কর্ণস্থ মাত্রা, এবং তৃতীয় দশমিক ২ হলে দ্বিকরণস্থ মাত্রা থাকবে।