আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত করার পর আবিষ্কৃত হয় যে, সমাপণী মদ্ভুতমালের পরিমাণ ২৫,০০০ টাকা বেশি দেখানো হয়েছে। মজুতমালের এরূপ ভুল আর্থিক বিবরণীতে কোন ভাবে প্রভাব ফেলবে?



চলতি সম্পত্তির পরিমাণ অধিক এবং নিট আয়ের পরিমাণ কম হবে।
চলতি সম্পত্তি এবং নিট আয়ের পরিমাণ কম হবে।
চলতি সম্পত্তির পরিমাণ এবং নিট আয়ের পরিমাণ অধিক হবে।
চলতি সম্পত্তির পরিমাণ কম এবং নিট আয়ের পরিমাণ অধিক হবে।

No comments yet.