অনিক তার বাবা-মা, ভাই-বোন, চাচা-চাচী ও সাদা- পানীকে নিয়ে সুখে-শান্তিতে বসবাস করে। অপরদিকে তার বন্ধু সুমনের বাবা-মা চাকুরিজীবী হওয়ায় তারা সুমনকে বেশি সময় দিতে পারেন না। বাসায় আর কেউ না থাকায় সুমনের মানসিক বিকাশ বাধাপ্ত হচ্ছে।পারিবারিক গঠনকাঠামোর ভিত্তিতে অনিকের পরিবারটি কোন ধরনের?
No comments yet.