সহকারী জজ নিয়োগ পরীক্ষা সহকারী জজ বাংলাদেশের জেলার জজ কোর্টের একজন বিচারক যিনি শুধুমাত্র দেওয়ানি মামলা বিচার করেন। তিনি উপজেলার প্রধান জজ হিসেবে দায়িত্ব পালন করেন।সহকারী জজ পদে চাকরি পেতে একজন প্রার্থীকে তিন ধাপে পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা। এ তিন ধাপে সফল হওয়ার মূলমন্ত্র পরিশ্রম ও সঠিক কৌশল অবলম্বন করে পড়াশোনা করা। সহকারী জজ হওয়ার স্বপ্ন যাঁদের, তাঁদের এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। সহকারী-জজ-নিয়োগ-পরীক্ষা