☰
Home
About
Contact
Forums
Exam
Topic
Subject
Institution
Questions
Search
Model Test
B unit (২০২২-২০২৩)।। ৩য় শিফট (20-05-2023) || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2023 Model Test For Yourself
1. "কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়''- কার প্রসঙ্গে এ কথা বলা হয়েছে?
কল্যাণী
বিলাসী
মৃতুয়জয়
গোপাল
2. নূরুলদীনের ডাকে মানুষ জেগে উঠেছিল-
১৭৮২ খ্রিষ্টাব্দে
১৭৮০ খ্রিষ্টাব্দে
১৮৬২ খ্রিষ্টাব্দে
১৭৮৩ খ্রিষ্টাব্দে
3. 'রেইনকোট' গল্পের নূরুল হুদা কোন বিষয়ের অধ্যাপক ছিলেন?
বাংলা
ইংরেজি
রসায়ন
উর্দু
4. ‘সকলের দ্বারা অনুষ্ঠিত’- র বাক্য সংক্ষেপণ -
সর্বজনীন
সর্বংসহা
সার্বজনীন
সর্বসম্মত
5. "সোহবতে সোয়ালে তুরা সোয়ালে কুনাদ”- এই ফারসি বয়েতটির বঙ্গানুবাদ -
সুসঙ্গ মানুষকে ভালো করে
যেমন কর্ম তেমন ফল
শুধু চিন্তায় সাফল্য আসে না
এক-কে ছাড়া অন্যের অস্তিত্ব নেই।
6. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে 'জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন?
কলকাতা বিশ্ববিদ্যালয়
বিশ্বভারতী
যাদবপুর বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
7. 'বিধবা' শব্দে 'বি' উপসর্গটি কী অর্থে প্রযুক্ত ?
ইতিবাচক অর্থে
নেই অর্থে
বিশেষ অর্থে
উৎকৃষ্ট অর্থে
8. 'সওগাদ' শব্দের অর্থ কী?
স্বাগত
অভ্যর্থনা
উপটোকন
সাধ
9. কোন বাক্যটি অশুদ্ধ?
তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।
কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
আবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়।
তিনি মোকদ্দমায় সাক্ষ্য দেবেন।
10. 'আমি কিংবদন্তীর কথা বলছি' কবিতাটির রচয়িতা কে?
শামসুর রাহমান
আল মাহমুদ
আবু জাফর ওবায়দুল্লাহ
সৈয়দ শামসুল হক
11. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু কোন মাসে হয়েছিল?
বৈশাখ
জ্যৈষ্ঠ
আযাঢ়
শ্রাবণ
12. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কোন কাব্যগন্থ থেকে নেওয়া হয়েছে?
রৌদ্র করোটিতে
বিধ্বস্ত নীলিমা
নিজ বাসভূমে
বন্দী শিবির থেকে
13. কোন বাগধারাটির অর্থ পক্ষপাতিত্ব?
গোঁফখেজুরে
হাতভারী
ঢাকের কাঠি
একচোখা
14. সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কী ছিল?
প্রাসাদ ষড়যন্ত্র
পরিবার প্রীতি
ইংরেজদের ষড়যন্ত্র
ফরাসিদের ষড়যন্ত্র
15. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেলে বসে আত্মজীবনী লেখা শুরু করেন?
কাশিমপুর কারাগার
ঢাকা সেন্ট্রাল জেল
করাচি জেল
পাঞ্জাব জেল
16. User 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় বরকত বুক পাতে কোথায় ?
রমনার বটমূলে
হৃদয়ের হরিৎ উপত্যকায়
রাজপথে
ঘাতকের খাবার সম্মুখে
17. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্প কোনটি?
ভিখারিনী
মুসলমানীর গল্প
সমাপ্তি
শান্তি
18. নিচের কোনটি কৃৎপ্রত্যয়?
বাড়িওয়ালা
রিকশাওয়ালা
ঘরোয়া
পড়ুয়া
19. “মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনীশক্তি”- কাদের জীবনীশক্তি?
বিলাসী ও মৃত্যুঞ্জয়ের
বুড়ি ও তার পাতানো মেয়ের
মাসি-পিসির
অনুপম ও তার মায়ের
20. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কোনটি ?
বীরবল
যাযাবর
জগৎশেঠ
ভানুসিংহ
21. কোন শব্দটির ব্যবহারিক অর্থ ব্যুৎপত্তিগত অর্থ থেকে ভিন্ন?
সন্দেশ
কর্তব্য
মানব
দৌহিত্র
22. কোন গল্পটি শওকত ওসমানের লেখা?
'একটি তুলসী গাছের কাহিনী"
'মানুষ'
'অতিথি'
'কলিমদ্দি দফাদার'
23. সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন—
শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
আখতারুজ্জামান ইলিয়াস
24. বছর বয়সে কাজী নজরুল ইসলাম লেটোর দলে যোগ দেন?
৮
১০
১২
১৪
25. 'সোনার তরী কবিতায় উল্লিখিত সময়-
দুপুর
বিকাল
সকাল
রাত
26. নিচের কোনটি উপন্যাস?
অন্য ঘরে অন্য স্বর
খোঁয়ারি
খোয়াবনামা
দোজখের ওম
27. দৈনিক মর্নিং নিউজ পত্রিকার সাংবাদিক ছিলেন-
আবু জাফর ওবায়দুল্লাহ
শামসুর রাহমান
সিকান্দর আবু জাফর
সৈয়দ শামসুল হক
28. কোনটি সেমিকোলন চিহ্ন?
;
:
-
" "
29. ‘তার আনুগত্য ধ্রুবতারার মতো অনড়, ’তার বিশ্বাস' পবর্তের মতো অটল এখানে কার কথা বলা হয়েছে?
রহিমা
জামিলা
আমিনা
হাসুনির মা
30. উপসর্গের কাজ নয় কোনটি?
শব্দের অর্থ সম্প্রসারিত
নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করা
শব্দের অর্থ পরিবর্তন করা
শব্দের অর্থ পরিমার্জন করা
Submit Answer
Take Another Model Test
00
:
00