☰
Home
About
Contact
Forums
Exam
Topic
Subject
Institution
Questions
Search
Model Test
শিক্ষাবর্ষঃ ২০১৬-২০১৭ || শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় || 2016 Model Test For Yourself
1. CH2N2 এর নাম কি?
Methylene nitride
Dinitrogen methane
Azomethane
Diazomethane
2. 100 mL 0.02 M Na2CO3 দ্রবণকে প্রশমিত করার জন্য যে আয়তন 0.2 M HCI দ্রবণের প্রয়োজন-
4.0 mL
10.0 mL
2.0 mL
5.0 mL
3. 0.1 N H3PO5 মাত্রার জলীয় দ্রবণের মোলার ঘনত্ব কত?
M/10
M/20
M/30
0.01 M
4. (1−cosθ)/sinθ=?
tanθ
tanθ/2
cotθ
cotθ/2
5. 90 m উচ্চতা হতে একটি বস্তুকে পতিত হতে দেয়া হলো। কোথায় এর গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে
50 m
60 m
70 m
80 m
6. নিম্নের কোনটিতে DNA অনুপস্থিত?
লাইসোসোম
ক্লোরোপ্লাস্ট
মাইটোকন্ড্রিয়া
নিউক্লিয়াস
7. 1 - cos 2A = ?
sin^2A
2sin^2A
cos^2A
2cos^2A
8. একটি প্রিজমের উপাদানের প্রতিসরাংক 1.5। প্রিজমের কোন এক তলে আলোক রশ্মি 50° কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম বিচ্যুতি ঘটে। প্রিজম কোণ কত?
60°
61°
61.42°
61.24°
9. চিনিকে গাজন করলে উৎপাদিত দ্রব্যগুলো হবে-
C2H5OH + H2O
C2H5OH + O2
C2H2OH + CO2
CO2 + H2O
10. (x+y,1) এবং (3, x-y) ক্রমজোড় দুইটি সমান হলে, x এবং y এর মান কত?
(1,2)
(2,1)
(0,1)
(1,3)
11. একটি দীর্ঘ তারে 0.01 মি দৈর্ঘ্য বিকৃতির জন্য পার্শ্ব বিকৃতি হয় 0.0010 তারটির পয়সনের অনুপাত কত?
0.10
0.01
0.0001
1.0
12. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
সৈয়দ নজরুল ইসলাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তাজউদ্দিন আহমেদ
এ এইচ এম কামরুজ্জামান
13. DNA প্রতিলিপিত হয় কোন পদ্ধতিতে?
অর্ধসংরক্ষণশীল
সংরক্ষণশীল
বিচ্ছুরণশীল
অসংরক্ষণশীল
14. মস্তিষ্কের কোন অংশ থেকে ভালো লাগা ও ঘৃণার সৃষ্টি হয়?
সেরেব্রাম
সেরেবেলাম
হাইপোথ্যালামাস
থ্যালামাস
15. ইংরেজি অনুবাদ কর- “শেষ ভাল যার সব ভাল তার”
All are well that end well
All is well that ends well
All will well that end well
All should well that end well
16. মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী জনুতে ফিনোটাইপের অনুপাত কত?
1:3:1
3:1
9:3:3:1
9:2:2:1
17. মানুষের হৃৎপিন্ডের ভিতরে রক্ত প্রবেশে সাহায্য করে কোন কপাটিকা?
সেমিলুনার কপাটিকা
বাইকাসপিড কপাটিকা
অ্যাওর্টা
বাম পালমোনারী ধমনি
18. প্রধানমন্ত্রী শেখ হাসিনা "Agent of Change" এবং "Planet 50-50 Champion" পুরস্কার প্রাপ্ত হন কোন সালে?
2016 সালে
2015 সালে
2014 সালে
2013 সালে
19. y = √sin 2x হলে dydx এর মান কত?
cos2x/2√sin 2x
cos2x/√sin 2x
2/√sin 2x
tan2x/√sin 2x
20. ABC সমবাহু ত্রিভুজের AB, AC ও BC বাহু বরাবর যথাক্রমে 4, 2 এবং 1 একক মানের বলত্রয় ক্রিয়ারত হলে এদের লব্ধি মান কত?
3√3
2√3
√3
3√2
21. মাটির অতিরিক্ত অম্লতা নিরপেক্ষ করার জন্য নিচের কোন যৌগটি যোগ করা হয়?
Sodium hydroxide
Potassium Chloride
Calcium hydroxide
Ammonium sulfate
22. 10^−2 molar সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণের pH মান কত?
2
5
7
12
23. ক্লোরোপ্লাস্টের ফটোসিনথেটিক ইউনিট কোথায় থাকে?
স্ট্রোমা ল্যামেলি
থাইলেকয়েড মেমব্রেন
স্ট্রোমা
ক্লোরোপ্লাস্ট আবরণ
24. কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদান করেন কে?
জিয়াউর রহমান
হুসাইন মোহাম্মদ এরশাদ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
25. একটি ক্রিকেট বলকে 49 মি/সে বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় পর তা আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে?
20 সে
49 সে
10 সে
15 সে
26. RBC এর আয়ুষ্কাল কত দিন?
75
80
120
150
27. The correct proverb is-
Silence is capital
Silence is value
Silence is golden
Silence is meritorious
28. ’ক’ ইলেকট্রিক বাল্বের গায়ে লেখা আছে 10W-200V এবং ’খ’ বাল্বে লেখা আছে 20W-100V । বাল্ব দুটিতে তড়িৎ প্রবাহিত হলে সম্ভাব্য তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে?
2 : 1
1 : 2
1 : 4
1 : 8
29. দ্বিবীজপত্রী উদ্ভিদের শস্যকলায় কত সেট ক্রোমোজোম থাকে?
n
2n
3n
4n
30. সম্মুখ পিটুইটিারি গ্রন্থি থেকে কয়টি হরমোন নির্গত হয়?
16টি
6টি
2টি
3টি
31. একটি ক্রেনের সাহায্যে 100 kg লোডকে 1 m/s বেগে উত্তোলন করা হলে ক্রেনটির ক্ষমতা কত হবে?
980 W
100 W
98 W
9.8 W
32. একটি বর্গক্ষেত্রের দুই বাহু 6x - 8y + 5 = 0 এবং 3x - 4y + 10 = 0 রেখা দুটির উপর অবস্থিত হলে এর ক্ষেত্রফল কত?
4/9
5/9
9/4
7
33. Cu2+(aq)+Zn(x)→Zn2+(aq)+Cu(x) এটি কোন ধরনের বিক্রিয়া-
Neutralization reaction
Precipitation reaction
Redox reaction
Oxidation reaction
34. ধোঁয়া নির্গতকারী সালফিউরিক (অলিয়াম) এর সংকেত হল
H2S2O7
P2O5
POCI5
H3PO5
35. 12টি বই এর মধ্যে 5টি বই কত প্রকারে বাছাই করা যায়, যাতে নির্দিষ্ট 2টি বই সর্বদা বাদ থাকে।
120
225
252
180
36. 2015-16 অর্থ বছরে বাংলাদেশে অতিদরিদ্রের সংখ্যা কত?
13.9 শতাংশ
14.9 শতাংশ
12.9 শতাংশ
15.9 শতাংশ
37. 0°C তাপমাত্রার 1 kg বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে?
4200 J/kg
336000 J/kg
2100 J/kg
42000 J/kg
38. যদি সরল রেখা y = mx + 2 প্যারাবোলা y2 = 8x কে স্পর্শ করে তখন m এর মান কত?
1/2
−1/2
1
-1
39. 0.0001 M HCI দ্রবণের pH কত?
1
9
5
4
40. লোহা ও স্টিলের স্থাপনা নষ্ট করার জন্য মূলত কোন গ্যাস দায়ী?
Carbon monoxide
Sulfur dioxide
Methane
Carbon dioxide
41. limx→∞(1+bx)xa এর মান বের কর?
e^(a/b)
e^(b/a)
e^a
e^b
42. কত বেগে একটি কণা গতিশীল হলে এর ভর দ্বিগুণ হবে?
v = 2c
v=c/2
v=√3/2c
v=3/2c
43. 10 kg ভরের একটি বস্তুকে 50 N আনুভূমিক বলে একটি তলের উপর দিয়ে নেয়া হচ্ছে। বস্তুটির চলন্ত অবস্থায় ঘর্ষণ সহগ 0.50 । বস্তুটির ত্বরণ কত?
0.24 m/s^2
0.1 m/s^2
0.5 m/s^2
1.0 m/s^2
44. এক আলোক বর্ষ সমান-
9.4 × 10^12 km
9.4 × 10^15 km
9.4 × 10^18 km
9.4 × 10^21 km
45. limx→∞√x2−1x+1=?
+∞
−∞
1
-1
46. ’একটি বাড়ি একটি খামার’ কার দর্শন?
ইন্দিরা গান্ধী
ড. ইউনূস
ডা. জাফরুল্লাহ
শেখ হাসিনা
47. S2O2−3 এবং S4O2−6 সালফারের জারণ সংখ্যা হলো-
-2 and -2.5
+2 and +2.5
+4 and +6
+2 and -2
48. নিম্নের কোন যৌগটি ক্ষারীয় KMnO4 এর সাথে বিক্রিয়া করে না?
C6H6
CH2=CH2
CH3−CH=CH2
CH≡CH
49. বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে?
ট্রপিক্যাল
টেম্পারেট
বিষুবীয়
সাব-ট্রপিক্যাল
50. একটি পাত্রে 5টি সাদা ও 4টি লাল বল আছে। পাত্র হতে 2টি বল পুনঃস্থাপন ছাড়া নেয়া হল। বলদ্বয় সাদা হবার সম্ভাবনা কত?
39/5
54/7
5/39
7/54
Submit Answer
Take Another Model Test
00
:
00