রাফি কোনো অর্থ না পাওয়ার কারণ কোনটি?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও রাবিতা ১৫ বছর মেয়াদি ১৫,০০,০০০ টাকার একটি জীবন বিমা নিয়ে ৩ বছর কিস্তি চালানোর পর বন্ধ করে দিলে বিমা প্রতিষ্ঠান তাকে কিছু অর্থ দিল। অন্যদিকে রাফি একই প্রতিষ্ঠানতে সমপরিমাণের এবং সমমেয়াদি বিমা নিয়ে ১ বছর ৬ মাস চালানোর পর অপারগতা প্রকাশ করলে বিমা প্রতিষ্ঠান তাকে কোনো অর্থ দেয়নি। এমতাবস্থায় রাফি খুবই মর্মাহত হলেন।
No comments yet.