মি. মাঈন ১ বছর আগে বিমাপত্রটি দিতে চাইলে বিমাকারী রাজি হন নি কেন?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও মি. মাঈন ১০ বছরের জন্য একটি জীবন বিমা করেছেন। ২ বছর পর তিনি প্রিমিয়ামের টাকা দিতে অসমর্থ হওয়ায় বিমাকারীকে বিমাপত্রটি ফেরত দিয়েছেন। বিমাকারী এর জন্য কিছু অর্থ মি. মাঈনকে দেন। কিন্তু ১ বছর আগে মি. মাঈন বিমাপত্রটি দিতে চাইলে বিমাকারী রাজি হয়নি।
No comments yet.