মি. বিপুল-এর রত্নের জন্য কোন ধরনের বিমা করা হয়েছে?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও মি. বিপুল একটি মূল্যবান রত্নের জন্য যমুনা কোম্পানির নিকট বিমা করেন। পরবর্তীতে যমুনা কোম্পানি তার ঝুঁকি কমানোর জন্য ডেল্টা নামক বিমা কোম্পানিতে ঐ রত্নের জন্য বিমা করেন। মেয়াদ শেষে যমুনা কোম্পানি মি. বিপুলকে তার প্রাপ্যের ১০% অতিরিক্ত প্রদান করে।
No comments yet.