বিমার কোন উপাদানটির অভাবে বিমাদাবি অস্বীকৃতির কারণ-
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও এরফান একটি বিমা পলিসি গ্রহণ করল, যার শর্ত হচ্ছে তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রিমিয়াম দিয়ে যাবেন তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীগণ বিমার দাবি পাবেন। তিনি তার পলিসিতে প্রকৃত বয়স গোপন করেছেন। তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীগণ বিমা দাবি উত্থাপন করলে বিমা কোম্পানি তা অস্বীকৃতি জানায়।
No comments yet.