কী থাকলে জনাব আলমের দ্বিতীয় চুক্তির চেষ্টাটি সফল হতো?



উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও জনাব আলম একজন কাপড় ব্যবসায়ী। তিনি তার পণ্যের গুদামে বিমা করেছেন। চুক্তিপত্রে গুদামে রক্ষিত পণ্যের সঠিক পরিমাণ উল্লেখ না করায় বিমা কোম্পানি তার চুক্তি বাতিল করেছে। তিনি অন্য একটি বিমা কোম্পানির সাথে উক্ত বিষয়ে নিজ নামে বিমাচুক্তি করতে চাইলে কোম্পানি তাতে রাজি হয়নি। 

চূড়ান্ত সদ্বিশ্বাস
সেলামি প্রদান ব্যবস্থা
বিমাযোগ্য স্বার্থ
ঝুঁকি কম

No comments yet.